নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি উল্টে জমির মিয়া (২০) নামের এক ট্রলির হেলপারের মৃত্যু হয়েছে এবং চালক শাহীনুর আলম গুরুতর আহত হয়েছে ।

সোমবার সকালে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমির মিয়া উপজেলার বাদেভূগোলহাট গ্রামের আবজাল আলীর ছেলে।
দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াতুজ্জামান তুনির স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমির মিয়া এলাকার শাহীনুর আলমের ট্রলিতে হেলপারের চাকরী করত। সকালে সে চালক শাহীনুরের সাথে ট্রলি নিয়ে ভূগোলহাট থেকে তীরছা ব্রিকফিল্ডে ইট আনতে গেলে ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নিজের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান জমির আর আহত হন শাহীনুর।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।