নাগরপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল- আরিচার মহাসড়কের দাশতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিলেন।রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- সদর উপজেলার কাকমারা এলাকার আবদুল মান্নানের মেয়ে মমতা (১৫), সে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী। শুভ আক্তার সানি (১৮) দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে ও বন্ধু বাপ্পি (২২) করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published.