নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর আটোরিক্সা আটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিনের উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ।

এবার টাঙ্গাইল জেলা আটোরিক্সা আটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখায় মোট ভোটার ৯শ ৩৯ জন। শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি প্রার্থী ৩ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ৪ জন সহ মোট ৪৭ জন বিভিন্ন পদে লড়ছে। সভাপতি প্রার্থী হলেন সাইদুর রহমান সোহাগ, রফি আহম্মেদ রফিক, মো. আক্তারুজ্জামান পলাশ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন, মো. তারা মিয়া, মো. বাদশা মিয়া, মো. ঠান্ডু মিয়া ও মো. শাহিনুর রহমান শাহিন।
শেষ মূহুর্তে প্রার্থীদের শুরু হয়েছে জমজমাট প্রচার ও প্রচারনা। প্রাথীদের পোস্টার ব্যানার ফেষ্টুনের গোটা উপজেলায ছেয়ে গেছে। সকাল থেকে গভীর রাত প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটাদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে। উপজেলার বিভিন্ন হাট বাজারে চা দোকানে ও সিএনজি ষ্টেশন গুলোতে চলছে নির্বাচনী আলোচনা। নির্বাচন কে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলে চলছে হিসাব নিকাশ। সুধী মহলেও কৌতুহলের কমতি নেই।
টাঙ্গাইল জেলা আটোরিক্সা আটোটেম্পু সি এন জি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মো. আমিনুর রহমান আমিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহন করতে সকল নির্বাচনী প্রস্ততি নেওয়া হয়েছে।