নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র মো. আরাফাত হোসেন (১৩) গত ১৪ অক্টোবর দুপুরে মায়ের সাথে অভিমান করে বাড়ী থেকে বেড় হয়ে যায়। এদিকে নিখোঁজের ৪৮ দিন পরও আরাফত বাড়ি ফিরেনি।

নিখোঁজ মো. আরাফাত হোসেন ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী গ্রামের লুৎফর রহমান বাবু ওরফে বাবু ড্রাইভারের ছেলে। ছেলেটির মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৪ফিট ৪ ইঞ্চি, গায়ের রং সুন্দর এবং পড়নে ছিল হলুদ গেঞ্জি ও ঘিয়া রংয়ের থ্রী কোয়ার্টার প্যান্ট। এ বিষয়ে নিখোঁজের মা মোছা. সাজেদা বেগম বাদী হয়ে গত ১৪-১১-২০২০ তারিখে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডি নং- ৬৪২। ছেলেটির সন্ধান পেলে ০১৭২৪৬৬২৪৯৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন ছেলেটির বাবা-মা।