মোঃ আব্দুর রহীম মিঞা ভূঞাপুর ঃ টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি । ঘন কুঁয়াশার কারণে শহরের অলি-গলিতে টাঙ্গানো পোষ্টার ছিঁড়ে যাওয়ায় নিষিদ্ধ পলিথিন মুড়িয়ে পূণরায় টাঙ্গিয়েছে প্রার্থীরা।

পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা দেয়ালের গাঁয়ে আঠা দিয়ে সাটিয়ে,পোষ্টার নিষিদ্ধ পলিথিন ব্যবহার, সময়-অসময় মাইকের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের এবং নির্বাচনের আচরণ বিধি লঙগন করায় ২৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যে রাত পর্যন্ত ভূঞাপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আসলাম হোসাইন । অর্থদন্ডপ্রাপ্ত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৫ নং ওয়ার্ডের পাঞ্ছাাবী প্রতীকে আমিনুল ইসলাম, উঠ পাখি প্রতীকে গোলাম মোস্তফা,৬ নং ওয়ার্ডের ডালিম প্রতীকে, আব্দুল জলিল, উঠ পাখি প্রতীকে এমদাদুল, পাঞ্ছাাবী প্রতীকে নওয়াব আলী খান, টেবিল ল্যাম্ব প্রতীকে মাসুদ, পানির বতল প্রতীকে সাখাওয়াত, ৩ নং ওয়ার্ডের উঠ পাখি প্রতীকে রঞ্ছ শেখ ,২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর চশমা প্রতীকে খাদিজা ও জবা ফুল প্রতীকে খালেদা বেগম। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আসলাম হোসাইন বলেন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত সুষ্ঠ নির্বাচনীর তেরি এবং আচরন বিধি লঙগন হয় কিনা তা তদারকি করে যাব।