নিজস্ব প্রতিবেদকঃ নিখোঁজের ৩ দিন পর যমুনা নদী থেকে ৩ জুয়াড়ির মরদেহ উদ্ধার করেছে ভুঞাপুর ও সরিষাবাড়ি থানা পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের আলী খানের ছেলে হাফিজুর রহমান (৩৭), নিকলাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ফজল মণ্ডল (৩৩) এবং সরিষাবাড়ি উপজেলার পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানু (৪০)।এরআগে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিন ইউনিয়নের চর বাশুরিয়া এলাকায় জুয়ার বোর্ডে হামলা চালায় ডাকাত দল। তাদের হামলায় কয়েকজন গুরুত্বর আহত হন। হামলার হাত থেকে বাঁচতে তিন জুয়াড়ি নদীতে ঝাঁপিয়ে পড়ে।তবে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে তাদের হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।’ দীর্ঘদিন ধরে যমুনা নদীতে জেগে উঠা চরে জুয়া খেলা হচ্ছিল। জামালপুরের সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম জানান, সরিষাবাড়ির সীমান্তবর্তী এলাকার যমুনা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।ভুঞাপুর থানার উপপরিদর্শক (এসআই ) লিটন মিয়া জানান, বাসুদেবকোল এলাকার যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যপারে ঘটনাস্থলে থাকা জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শাহ শিবলী সাদিকের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।