পটল চাষ করে লাভবান হচ্ছে ভূঞাপুরের চাষিরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অধিক পুষ্টি সমৃদ্ধ সবজি পটল চাষ করে লাভবান হচ্ছে চাষিরা। স্থানীয় হাট-বাজার গুলোতে অন্যান্য সবজির মতো পটলের দাম ও চাহিদা অনেক বেশি। বাজারে ভালো দাম পাওয়ায় এবং হাট-বাজারে এর চাহিদা বেশি থাকায় উপজেলার কৃষকদের মাঝে পটল চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় পাইকারী বাজারে প্রতি মণ পটল বিক্রি হচ্ছে ১ হাজার থেকে এক হাজার ১ শত টাকায়। খুচরা সবজির দোকানগুলোতে প্রতি কেজি সবজি পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বছরে উপজেলায় ১০ হেক্টর জমিতে সবজি পটল চাষ করার হয়েছে। সরজমিনে দেখা যায়, পৌরসভা সহ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি এলাকায় ও নিকরাইল ইউনিয়নের বেশ কিছু এলাকায় আবাদি জমিতে ব্লক তৈরি করে সবজি পটল চাষ করছে স্থানীয় কুষকরা। প্রতিটি ব্লকে পটল গাছের সবুজ পাতার আড়ালে ঝোঁকা ঝোঁকা ঝুলছে সবুজ রং এর সবজি পটল। প্রতিদিন গাছ থেকে পটল সংগ্রহ বিক্রির জন্য স্থানীয় হাট-বাজারে নিয়ে যান কৃষকরা। পটলের ফলন ভালো হওয়ায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় খুশি পটল চাষিরা।পৌরসভা এলাকার পটল চাষি শহিদুল ইসলাম বলেন, আমি এবছর কৃষি অফিসের পরামর্শে প্রায় দুই বিঘা জমিতে সবজি পটল আবাদ করেছি। আল্লাহর রহমতে আবাদ অনেক ভালো হয়েছে। পটল আবাদের জন্য অতিরিক্ত কোন শ্রমিক, সার, কীটনাশক ও সেচের প্রয়োজন হয়না। এখানে খরচ কম, লাভ বেশি।উপজেলার বাগবাড়ি এলাকার পটল চাষি আঃ হালিম ও মোঃ জয়নাল বলেন, প্রতি বছরের মতো এবছরও আমরা সবজি পটল আবাদ করেছি। বর্তমান বাজারে পটলের দাম মোটামুটি ভালো আছে। বাজারে এর চাহিদা ভালো থাকায় পটল বিক্রি নিয়ে চিন্তা করতে হয়না। অনেক সময় পাইকাররা এসে ব্লক থেকে সবজি পটল কিনে নিয়ে যায়। বর্তমানে আমাদের দেখাদেখি অনেকে পটল চাষে আগ্রহী হচ্ছেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. মোঃ হুমায়ুন কবির বলেন, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সবজি পটল চাষের জন্য উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদেরকে উৎসাহ দিয়েছি। তারা আমাদের পরামর্শ অনুযায়ী আবাদি জমিতে ব্লক তৈরি করে সবজি পটল চাষ করেছে। বর্তমান বাজারে পটলের চাহিদা ও দাম ভালো থাকায় আগামীতে সবজি পটলের আবাদ আরো বৃদ্ধি পাবে। চলতি বছরে উপজেলায় ১০ হেক্টর জমিতে সবজি পটল চাষ করা হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে যমুনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার …

Leave a Reply

Your email address will not be published.