পদ্মা সেতুর ওপর দিয়ে উদ্বোধনী ট্রেন চালাতে চান ভূঞাপুরের সালমা

লোকাল নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ওপর দিয়ে উদ্বোধনী ট্রেন চালাতে চান বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক ভূঞাপুরের অর্জুনা গ্রামের সালমা।


তার স্বপ্ন বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক হিসেবে পদ্মা সেতুর ওপর দিয়ে উদ্বোধনী ট্রেন চালাবেন তিনি। তার বিশ্বাস একজন নারী প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন এবং সেতুতে ট্রেন উদ্বোধনও তিনিই করবেন, সেহেতু ছালমার প্রত্যাশা উদ্বোধনী ট্রেনটি তিনিই চালাবেন। এজন্য ছালমা নিজেও প্রস্তুত রয়েছেন।
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের ছালমা। তিন ভাই দুই বোনের মধ্যে ছালমা চতুর্থ। তার বাবা বেলায়েত হোসেন, মা ছাহেরা বেগম গৃহিণী।
শৈশবে ছালমা নিজ গ্রাম অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি এবং অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা কবি নজরুল কলেজ থেকে অনার্স, মাস্টার্স ও এমএড করেন।২০০৪ সালে বাংলাদেশ রেলওয়ের সহকারী ট্রেন চালক হিসেবে যোগদান করেন। স্কুল জীবন থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার নয় ব্যতিক্রম কিছু করার স্বপ্ন দেখতেন ছালমা। সেই ব্যতিক্রম স্বপ্নই তাকে আজ বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক হিসেবে স্বীকৃতি এনে দেয়।ছালমা নতুন স্বপ্নে বিভোর এখন। তাই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন চালানোর জন্য অধীর আগ্রহে সেই শুভ দিনটির অপেক্ষায় ছালমা।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.