
লোকাল নিউজ ডেস্ক ঃ পশ্চিম আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (৭ মে) থেকে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়ামের মাস।সোমবার (৬ মে) রাতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এ ঘোষণা দিয়েছেন ।ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতে সেহরি খেয়ে আগামীকাল মঙ্গলবার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে সোমবার রাতের এশার নামাজের পর তারাবি নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে প্রস্তুতি নেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত সেহরি ও ইফতারের সূচি অনুযায়ী এবার ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।অার এ সিয়াম সাধনার মাস মুসলমান সমাজের জন্য এক আনন্দউৎসব । দোকানে দোকানে ছোলা, মুড়ি, খেঁজুর কেনার ধুম।