মামুন সরকার, ভূঞাপুর : মানুষকে ঘর মুখি করতে সেনাবাহিনীকে সাথে নিয়ে কাজ করছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন। করোনা সংক্রমন রোধে এবং মানুষকে ঘর মুখি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন, সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ।

ভূঞাপুর উপজেলা প্রশাসন করোনার সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায়রাখাসহ সকলকে ঘরে থাকার নির্দেশনা প্রদান করে যাচ্ছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয় সে অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু মানুষের অসচেতনতার কারণে মানুষকে ঘরমুখি করতে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসনের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সেনাবাহিনীর একটি দলকে সাথে নিয়ে উপজেলার সদর থেকে উপজেলার বিভিন্ন হাঁট বাজার ও এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে করোনা বিষয়ে সচেনত করেছেন এবং সকল পরামর্শ মেনে চলার জন্য আহবানও জানাচ্ছেন। তারপরেও মানুষের মধ্যে কোন প্রকার পরিবর্তন লক্ষ করা যাচ্ছেনা। প্রশাসন চলে যাওয়ার সাথে সাথেই হাট-বাজারগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার গোবিন্দাসী হাট থেকে তোলা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন বলেন, প্রথম থেকেই জনগনগনকে সচেতন করে ঘরে রাখার চেষ্টা করছি। কিন্তু সাধারন মানুষ কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা নাকরেই বিভিন্ন হাট-বাজার গুলোতে সমাবেত হচ্ছে। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তীপক্ষকে জানিয়েছি। এছাড়া উপজেলার ইউপি চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ এলাকার হাট-বাজারগুলো বন্ধ করে দেন। তবে প্রশাসনের পাশাপাশি জনগন সচেতন হলে তবেই এ দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।