নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান খান ফারুক এর সহধর্মিনী সুরাইয়া বেগমের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পরিষদের আয়োজনে সভাকক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে স্মৃতি চারন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে জেলা পরিষদ মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, জেলা পরিষদের সচিব শারমিন সুলতানা, মরহুমার ছেলে টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি খান আহমেদ শুভসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।