ফারুক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজ্স্ব প্রতিবেদক,

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন নিহত ফারুক আহমেদের ভাই ও বর্তমান দাইন্যা ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাভু, ইউপি সদস্য শাহজাহান সাজু, মো. নুরুল ইসলাম প্রমুখ।

দাইন্যা ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাভু বলেন, সাড়ে পাঁচ বছর আগে ফারুক আহমেদকে টাঙ্গাইল শহরের বটতলা কাচা বাজারের দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে একাধিকবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্বারকলিপি দেয়া হয়েছে। তারপরও প্রধান আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। অনতি বিলম্বে আসামিদের ফাঁসি দাবি করছি।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগারে লাল মিয়া (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published.