আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা।

রবিবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবীতে সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, সহসভাপতি আব্দুস ছামাদ মোল্লা, ফলদা রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল শাহীন, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দত্ত, শিক্ষক নেতা মো. আসাদুজ্জামান দুলাল প্রমুখ।