বঙ্গবন্ধু পূর্ব থানায় ১৮ বোতল ফেনসিডিলসহ আটক ২


নিজস্ব প্রতিরেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
সোমবার (০২ সেপ্টেম্বর) ভোর সকাল সাড়ে ৫ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে ট্রাক ড্রাইভার মো. শফিকুল ইসলাম রফিক (৩৮) এবং নাটোর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে বাসের হেলপার মো. এরশাদ আলী (৩৫)।


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, উত্তর বঙ্গ হতে আসা একটি যাত্রীবাহী বাস সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছালে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ ওই ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.