মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) ভূঞাপুর : বঙ্গবন্ধু সেতুতে চলাচলকারি যানবাহনে বাড়তি টোল আদায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরও অনিবার্য কারণে আগের হারেই টোল আদায় করা হচ্ছে।

জানাযায়,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আগের হারেই টোল আদায় করার নির্দেশ দেয়। সরকারি নির্দেশনা অনুসারে সোমবার (১৫ নভেম্বর) রাত ১২ টার পর থেকে বাড়তি টোল আদায় কার্যকর করার তারিখ ঘোষণা করে সেতু কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনার কারণে আগের নির্ধারিত হারেই টোল দিয়ে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার হচ্ছে।বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান গত ২ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাড়তি টোলের তথ্য জানানো হয়। ১৫ নভেম্বর সোমবার দিনগত রাত ১২ টা থেকে বঙ্গবন্ধু সেতুতে বাড়তি টোল আদায় শুরুর কথা ছিল। সে উপলক্ষে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। তবে অনিবার্য কারণে সোমবার বিকেলে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে পূর্বের নির্ধারিত টোল দিয়ে চালকরা সেতু পারাপার হচ্ছে। তবে কবে নাগাদ বাড়তি হারে টোল আদায় কার্যকর করা হবে তা বলা যাচ্ছে না।বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয় সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে। যানবাহন ভেদে মোটরসাইকেল ৫০টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জীপ ৫৫০, মাইক্রো/পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য বাৎসরিক এক কোটি টাকা টোল আদায় করা হবে। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। টোল বাড়িয়ে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার/জীপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা করে আদায় করা হয়েছিল।