নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে টোলপ্লাজার ওজন স্কেলের ২০০ গজ অদূরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম। তিনি জানান, বুধবার রাতে সেতু পূর্ব টোলপ্লাজার ওজন স্কেলের ২০০ গজ দূরে অজ্ঞাত এক যুবক সড়ক পাড় হচ্ছিলেন। পরে সে ঢাকাগামী লেনে পৌঁছালে অজ্ঞাত গাড়ির চাপায় থেতলে ঘটনাস্থলেই মারা যায়।তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুবকটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। নাম-পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।