বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৮৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় থেকে ৬৮৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ সিপিসি-২ এর একটি দল। সোমবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আসামীরা হলো – মো. আলী (৫৫) ও মো. আবীর (১৯)।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফেনসিডিলের একটি বড় চালান রাজধানীতে ঢুকতেছে। কিন্তু নির্দিষ্ট সময় পাড় হয়ে গেলেও তাদের কোন সংবাদ না পাওয়ায় সোর্সের দেয়া তথ্য মতে আমরা তাদের খুঁজতে খুঁজতে বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় নামক স্থানে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখি। একসময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাকের ভিতরে ঘুমাচ্ছিল। তাদের ঘুম থেকে ডেকে উঠিয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ট্রাকে ড্রাইভারের সিটের পেছনে রাখা ফেনসিডিলের কথা স্বীকার করে। পরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে দুইটি মোবাইল ও সঙ্গে থাকা ছয় হাজার সাতশত ৯২ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত মাদক নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে চা-পান খেতে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি বাস চাপায় ইরফান …

Leave a Reply

Your email address will not be published.