বাসাইল পৌর নির্বাচনে মেয়র হলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনে মেয়র হলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু।
তিনি ১২১ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ৪ হাজার ৭শ’ ৪২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬শ’ ২১ ভোট। স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩শ’ ৫৪ ভোট। বুধবার (২১ জুন) সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
আপনার মতামত লিখুন