নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাসচাপায় বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার(২০মে) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম রেজা (৩৫) পাবনা জেলার চাটমোহর উপজেলার মোজাহের মোল্লার ছেলে। সেলিম রেজা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি পিলখানায় সিপাহির দায়িত্বে ছিলেন। নিহত অপর ব্যক্তির নাম কামরুজ্জামান (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তারা ঈদের ছুটি শেষে মোটরসাইকেলে ঢাকা ফিরছিলেন।এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে ওই স্থানে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয়রা।