বাস চালককে থাপ্পরের জের ভুঞাপুরে পুলিশকে পেটালো শ্রমিকরা

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বাস চালক জাহাঙ্গীরকে থাপ্পরের জের ধরে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়েছে শ্রমিকরা। শুধু তাই নয়, ওই পুলিশ কনস্টেবলের বিচারের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের উপর বাস রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বন্ধ হয়ে যায় তারাকান্দি-ঢাকা সড়কের সকল ধরনের যানচলাচল। তারা এক ঘন্টা এ অবরোধ কর্মসুচি পালন করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে যানজট হচ্ছে নিত্যদিনের ঘটনা। যানজট নিরসনের লক্ষ্যে ভূঞাপুর থানার এক পুলিশ কনস্টেবল বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিল। ভূঞাপুর বাস কাউন্টার থেকে সকাল সাড়ে ১০টার দিকে হৃদয় পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। ওই বাসের পিছনে দিগন্ত পরিবহনের ঢাকাগামী আরেকটি বাস ছিল। হৃদয় পরিবহনের চালক জাহাঙ্গীর পিছনের বাসটিকে সাইড না দেয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনের জন্য পুলিশ কনস্টেবল বাস চালক জাহাঙ্গীরকে পিছনের বাসটিকে সাইড দিতে বার বার অনুরোধ করলেও সে তা আমলে নেয়নি। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে ওই পুলিশ কনস্টেবল ক্ষিপ্ত হয়ে বাস চালক জাহাঙ্গীরকে থাপ্পর মারে। পরে জাহাঙ্গীর চালকের আসন থেকে উঠে এসে অন্য শ্রমিকদের সাথে নিয়ে ওই পুলিশ কনস্টেবলকে মারধর শুরু করে। খবর পেয়ে অন্যান্য পুলিশ সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে।

এদিকে বাস চালক জাহাঙ্গীরকে থাপ্পরের বিচার দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের উপর বাস রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারাকান্দি-ঢাকা সড়কের সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত তারা এ অবরোধ কর্মসুচি পালন করে। পরে পুলিশ কর্মকর্তা ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।

ভূঞাপুর উপজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক খন্দকার সুরুজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার উপযুক্ত বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিঞা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে শ্রমিকদের সাথে একটি ভুলবোঝাবুঝি হয়েছিল। যা পরবর্তীতে নিরসন হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published.