আঃ রশিদ তালুকদার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে(২৪ ডিসেম্বর) সোমবার বিকেলে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের প্রচারনাকালে গাড়ীবহরে হামলা করে কয়েকটি গাড়ী ভাংচুর ও ১৬জনকে আহত করে একই আসনের আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা। লুৎফর রহমান খান আজাদ জানান, গণতন্ত্র অধিকার বাস্তবায়নের লক্ষে আমি আমার নির্বাচন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনার উদ্দেশে হামিদপুরের আঠারদানা নামক স্থানে পৌছালে ছাত্রলীগ ও যুবলীগ সবুজ,জনী ও বহিরাগতসহ শতাদিক সন্ত্রাসিরা লাঠি সোঠা প্রস্তুতি অনুসারে আমার গাড়িবহরে হামলা করে কয়েকটি গাড়ির ব্যপক ভাংচুর করেছে। আমার ছোট ভাই আঃ কদ্দুস খান মানিক, আমার কর্মী শুভ, আলমগীর, সাদ মিয়া, রাশেদ খান শিপনসহ ১৬ জনকে পিটিয়ে আহত করে। আমি নিরাপত্তার অভাবে তাক্ষনিক আহতদেরকে নিয়ে চিকিৎসার জন্য টাঙ্গাইলে চলে যাই। এ ঘটনার বিষয় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন, দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা বরাবরে অভিযোগ করিব এবং সাংবাদিক সম্মেলন করিব। তিনি আরোও জানান, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ ঘাটাইলের মাটিতে নেই বললেই চলে। আমার নেতা কর্মীদেরকে পুলিশি হয়রানি করে নির্বাচনের ব্যগাত ঘটাচ্ছে। আমি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …