
লোকাল নিউজ ডেস্কঃ অকুতোভয় বীরমুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সফল মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান গণমানুষের নেতা সাদেক হোসেন খোকা আর নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ সময় আজ ( ০৪-১১-২০১৯) দুপুর ১টা ৫০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন । ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন সাদেক হোসেন । ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশ নেন। ৭১-এ ঢাকাকে হানাদারমুক্ত করতে অন্যতম ভূমিকা ছিল তার।