নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলার পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবেড়া এর উপস্থিতি পাওয়া গিয়েছে।
এজন্য সতর্কতা হিসেবে টাঙ্গাইল জেলার সকল উপজেলা – সদর, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতি, মির্জাপুর, সখীপুর, বাসাইল, দেলদুয়ার ও নাগরপুর বিশেষ করে পার্শ্ববর্তী যমুনা তীরবর্তী সকল ইউনিয়নের যে কেউ মাঠে কাজ করতে গেলে অবশ্যই গামবুট ব্যবহার করবেন, কাছে লাঠি রাখবেন।অন্ধকারে চলাফেরার সময় আলো অবশ্যই আলো ব্যবহার করুন। টাঙ্গাইল জেলা কৃষি অফিস সূত্রে এমন তথ্য জানানো হয়েছে।