আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’- এই শ্লোগান নিয়ে ৭ দফা দাবি ও বিড়ি শিল্প রক্ষার্থে টাঙ্গাইলের ঘাটাইলে আঞ্চলিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার (১১ মে) সকালে টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খানের বাসার সামনে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি বেল্লাল, সাধারণ সম্পাদক সাইফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাসুম,রুবেল,জাহিদ,শাওন,নাজমুল প্রমুখ। এসময় বক্তরা বিড়িশিল্পকে কুটির শিল্প ঘোষনা, আরোপিত শুল্ককর প্রত্যাহারের, বিড়ি ভোক্তার উপর থেকে বিমাতাসুলভ আচরণ বন্ধ, পক্ষপাতিত্ব মুলক শুষ্কনীতি বন্ধকরাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।মানববন্ধন শেষে বিড়ি শ্রমিকরা স্থানীয় এমপি বরাবর স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি গ্রহণ করেন এমপির বাসার তৎতাবদায়ক মো. বাবু মিয়া ।
