‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ ‘জেনে শুনে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

সেমিনারে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনসুরুল আলম হীরা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিএকম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক কার্তিক দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী সহকারি কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম।

এসময় জেলা ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published.