নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভঞাপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার(৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় অলোয়া ইউনিয়নের নিকলা বিলে পোনা মাছ অবমুক্তকরনের উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) মো. আসলাম হোসাইন। প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্তের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ।উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম মোহন,মো. মর্তুজ আলী,সৈয়দ মাসুদুল হক টুকু,যুগ্ম সম্পাদক মো.মিনহাজ উদ্দিন, অলোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল,সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। পরে সংসদ সদস্য উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত বন্যা পরবর্তী কৃষি পূনর্বাসণের আওতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা ধানের চারা বিতরণ এবং রেমিডি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন।