ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ১৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও সন্তোষ বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির  সন্ত্রাস ও পুলিশের গাড়িতে আগুন এবং ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানান।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published.