ভুঞাপুরে ইউপি সদস্যকে ভূয়া গ্রেপ্তারী পরোয়ানায় হয়রানির অভিযোগ

মোঃ আব্দুর রহীম মিঞা. ভুঞাপুর : টাঙ্গাইলরে ভুঞাপুরে এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য ভুয়া গ্রেপ্তারী পরোয়ানাপত্র দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ভুক্তভোগী থানায় অভিযোগ  দিতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। গত( ২২ ফেব্রেুয়ারি) উপজলোর নিকরাইল ইউনয়িন পরষিদরের  সদস্য নুরে আলম মন্ডল নুহুর বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলার ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয় ভুঞাপুর থানায়।  ভূঞাপুর থানায় পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা থেকে জানা গেছে, চলতি মাসের ১০ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১(৯) ধারার ১১১/২০২১-এর মোহাম্মদপুর থানার মামলা হয়। যার মামলা নং ১১০(৯)২০। এই মামলার গ্রেপ্তারি পরোয়ানার স্মারক নং ১৮৯, ১০ ফেব্রুয়ারি তারিখে ইস্যু হয়।পরে ওই গ্রেপ্তারি পরোয়ানাপত্র গত ২২ ফেব্রুয়ারি ভুঞাপুর থানায় পৌঁছে। এরপর থানা পুলিশ নুরে আলম মণ্ডল নুহুকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়ে ওঠে। পরে নুরে আলম মণ্ডল কোনো অপরাধী নয় এই চ্যালেঞ্জের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট আদালত ও থানায় যোগাযোগ করেন। পরে তাকে জানানো হয় এটি ভুয়া ও ষড়যন্ত্রমূলক।অন্যদিকে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউপি সদস্যর বিরুদ্ধে ওই ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা সঠিক নয় মর্মে নিশ্চিত করেছেন ঢাকা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. সাইফুল ইসলাম।নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য নুরে আলম মণ্ডল নুহু বলেন, গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে কিছুই জানি না। পরে এটি যাচাই করার জন্য ঢাকার আদালতে এবং সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে জানতে পারি এটা ভুয়া পরোয়ানা ছিল। ভুয়া জানার পর ভুঞাপুর থানায় এ নিয়ে জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে টাঙ্গাইল আদালতে এই বিষয়ে মামলা করা হয়েছে। ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে।এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, থানায় গত ২৪ ফেব্রুয়ারি যোগদান করেছেন। ওই গ্রেপ্তারি পরোয়ানা অফিসিয়ালভাবে গত ২২ ফেব্রুয়ারি থানায় এসেছে। পত্রটি আসার পরই তৎকালীন ওসি যাচাই বাছাইয়ের জন্য তদন্ত করতে দিয়েছিলেন। গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া নাকি সঠিক এটি তদন্ত না করে বলা যাবে না। তদন্ত করে এর প্রকৃত ঘটনা জানা যাবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে যমুনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার …

Leave a Reply

Your email address will not be published.