নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপুরে করোনা ভাইরাসে নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৬ জনে।

নতুন আক্রান্তরা হলো- অলোয়া ইউনিয়নের ৫ জন, নলুয়া ০৩ জন, ভারই ০১ জন, অলোয়া গ্রামের ০১ জন, পৌর এলাকার ঘাটান্দি গ্রামের ০২ জন, গোবিন্দাসীর রুহুলী গ্রামের ০১ জন,অর্জুনা ইউনিয়নের জগৎপুরা ০১ জন ও ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের ০১ জন।সংখ্য ৯৬ জন, মৃত ০২ জন, সুস্হ্য ৪১ জন চিকিৎসাধীন ৫৩ জন। শনিবার (৮ আগষ্ট ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহীউদ্দিন আহমেদ ভুঞাপুরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।