লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে করোনায় নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছ। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৩৩ জন।

শুক্রবার (১৪ আগষ্ট)উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, মোঃ মহি উদ্দিন করোনায় আক্রান্ত এর বিষয় নিশ্চিত করেছেন।করোনায় শনাক্তরা হলো- পৌর এলাকার ছাব্বিসা গ্রামের ০১ জন উপজেলা হিসাব রক্ষন অফিসের ০১ জন, নিকরাইলের পৃর্নবাসনের ০১ জন, গোবিন্দাসীর ভাদুরীচরের ০১ জন, অর্জুনা ইউনিয়নের তাড়াই ০১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ০২ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন ৪৯ জন চিকিৎসাধীন অাছেন ৫২ জন।