নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপুরে করে নতুন আরো ৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৪৩ জন।

এরা হলেন, পৌর সভার সোনালী ব্যাংকের ১ জন, ইব্রাহীম খাঁ সরকারী কলেজের ১ জন , ঘাটান্দির ১ জন, গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের ১ জন, রুহুলী গ্রামের ১ জন, অজুর্না ইউনিয়নের ২ জন, ফলদার ইউনিয়নের ঝনঝনিয়ার গ্রামের ১ জন। এ নিয়ে উপজেলা আকান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৩ জন । সুস্হ্য ৯৯ জন , মৃত ০২ জন, চিকিৎসাধীন ৪২ জন।