আঃ রশিদ তালুকদার
টাঙ্গাইলের ভূঞাপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি পদে নির্বাচন রবিবার স্থানীয় বিআরডিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। এতে ১৭৫ জন ভোটারের মধ্যে ১৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৯১ ভোট পেয়ে মাহমুদুল হাসান বিজয় লাভ করে। তার নিকটতম প্রতিদন্ধি মোঃ হুমায়ুন কবীর খান, তিনি পেয়েছেন ৫৩ ভোট। অত্র নির্বাচনে সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদন্ধিতা করলে ৩০ ভোট পেয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পদক মোঃ মিনহাজ উদ্দিন তৃতীয় হয়েছে। নির্বাচনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন।