লোকাল নিউজ ডেস্ক:চাকরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন ভূঞাপুুর উপজেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচী ও কর্ম বিরতি পালন করা হয়েছে। ভূঞাপুুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন ভূঞাপুুর উপজেলা শাখার সভাপতি মো: আব্দুল হাকিম,সহ-সভাপতি মোছা: কামরুন নাহার,সাধারন সম্পাদক মো: জহুরুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক সালমা খাতুন,সাংগঠনিক সম্পাদক খাইরুল ইলাম প্রমূখ।পরে ভূঞাপুুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
