লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন “আনন্দ টিভি’র” পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান।

শনিবার(১১ মার্চ) বেলা ১১ টায় আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন এর আয়োজনে, ভুঞাপুর প্রেসক্লাব চত্বর থেকে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আখতার হোসেন খানের সঞ্চালনায়, অনুষ্ঠানের শুরুতে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদারের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,ভুঞাপুর পৌরসভার মেয়র ও ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ভুঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) তামান্না রহমান জ্যতি, ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: ফরিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মজিদ মিঞা, ভুঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বদিউজ্জামান খান, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।এসময় অনুষ্ঠানে আগত অতিথিগন আনন্দ টিভি’র ৫ বছরের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা ও ভবিষ্যত সাফল্য কামনা করেন।