ভুঞাপুর গোবিন্দাসী ক্যাডেট স্কুলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের “গোবিন্দাসী ক্যাডেট স্কুলে” দ্বীপ আই কেয়ার সেন্টারের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে মোট ১২০ রোগীকে চোখের চিকিৎসা এবং চোখ অপারেশনকৃত রোগীদের বিনামূলে চেকআপসহ সেবা প্রদান করা হয়। পরে ১০ জন রোগীকে স্বল্প খরচে চোখের ছানী অপারেশন ও লেন্স সংযোজন করার জন্য বাছাই করা হয়।এ সময় ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর। আরো উপস্থিত ছিলেন দ্বীপ আই কেয়ার সেন্টারের মার্কেটিং অফিসার মোঃ আলম মিয়া, জিয়াউল হক, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকাগন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পঞ্চম বর্ষে …

Leave a Reply

Your email address will not be published.