ভুঞাপু‌রে একটি বেসরকারি ক্লিনিকের ভুল চি‌কিৎসায় প্রসূতি ও নবজাত‌কের মৃত্যুর অভিযোগ কতৃপক্ষ পলাতক

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ভুল চি‌কিৎসায় মা ও নবজাত‌কের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৫ মে) রা‌তে ভুঞাপুর বাজারস্থ মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌লে এ ঘটনা ঘ‌টে। 

ওই প্রসূতির নাম লাইলী বেগম (৩০)। তিনি উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আ‌তোয়ার হো‌সে‌নের স্ত্রী। 

জানা গে‌ছে, লাইলী বেগ‌মের প্রসববেদনা হ‌লে স্বজনরা তাকে ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। হাসপাতা‌লের কর্মরত চি‌কিৎসক রো‌গীকে টাঙ্গাইলে রেফার ক‌রেন। এ‌ সময় তারা সেখা‌নে থাকা ক্লি‌নি‌কের দালাল শামছুর খপ্পরে পড়েন। প‌রে দালা‌লের কথামতো মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌লে নি‌য়ে যায়।  ওই ক্লি‌নি‌কের সার্জা‌রি চি‌কিৎসক ও ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার এনামুল হক সো‌হেল ও অ্যানেস্থেসিয়ার চি‌কিৎসক ডা. আল মামুন অস্ত্রোপচার শুরু ক‌রেন। এক পর্যা‌য়ে রোগী অ‌পা‌রেশনের টে‌বি‌লেই মারা যায়। প‌রে স্বজন‌দের না জা‌নি‌য়ে লাশ অ্যাম্বুলে‌ন্সে উ‌ঠি‌য়ে টাঙ্গাই‌লে পা‌ঠি‌য়ে দেওয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাধা দেয়।

রোগীর স্বজনরা জানান, প্রস্রব যন্ত্রণা শুরু হলে রোগীকে সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে দালালের খপ্পরে পরে মা ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসা দেড় ঘন্টা ধরে অপারেশন থিয়েটারে রাখে তারা। পরে রোগী মারা গেলে লাশ ক্লিনিকের সামনে রেখে চিকিৎসক, নার্স ও মালিকরা পালিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে ক্লিনিকের মালিক ও চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। তবে ক্লিনিকের চিকিৎসক, নার্স ও মালিকরা পালিয়ে গেছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে যমুনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার …

Leave a Reply

Your email address will not be published.