নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপুরে এক গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তার দেয়া তথ্যানুযায়ী আরো দুই চোরকে গরুসহ আটক করা হয়েছে।রোববার রাতে উপজেলার ধুবলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, সাভার উপজেলার বইলাচর এলাকার আব্দুল গনির ছেলে আবুল হোসেন, উপজেলার ডিগ্রীচর গ্রামের ভোলা আকন্দের ছেলে কদ্দুস ও একই গ্রামের মজিদের ছেলে মাসুদ।
ভুঞাপুর থানা ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, রোববার রাতে চোরের দল উপজেলার ধুবলিয়া এলাকার তোরাব আলীর বাড়িতে দুইটি গরু চুরি করে। চুরি হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা চোরদের পিছু নেয়। একপর্যায়ে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। পরে এসআই লিটনের নেতৃত্বে আটক চোরের দেয়া তথ্যমতে সোমবার উপজেলার চরাঞ্চল ডিগ্রির চর থেকে আরো দুই চোরকে গরুসহ আটক করা হয়।