ভুঞাপু‌রে যমুনা নদী ভাঙ‌ন প্রতিরো‌ধে জিও ব্যাগ ফেলার দাবিতে মানব বন্ধন

লোকাল নিউজ ডেস্ক : টাং গাইলের ভুঞাপু‌রে যমুনা নদীর পূর্বপারে ভাঙ‌ন প্রতিরো‌ধে জিও ব্যাগ ফেলার দাবিতে মানব বন্ধন করেছে ভাঙন কবলিত এলাকাবাসী।   

শুক্রবার (০৫ জুলাই) দুপুরে ভুঞাপু‌র উপজেলার যমুনা নদীর পূর্বপারে কষ্টাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। এসময় মানববন্ধনে শতাধিক নারী পুরুষ ‘মানবতার মা শেখ হা‌সিনা, মানবতার মান রক্ষা করুন, ত্রাণ চাই না বাঁধ চাই’সহ বি‌ভিন্ন স্লোগান স‌ম্বলিত হা‌তের লেখা প্ল্যাকার্ড নি‌য়ে যমুনা নদীর ভাঙন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন ক‌রে‌ছেন।


মানববন্ধনে অংশ গ্রহণকারীরা কর্তৃপক্ষকে দ্রুত নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার দাবি জানান, ইতোমধ্যেই ভুঞাপু‌র উপজেলা ১০ টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। আর এ ভাঙনে প্রায় শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলিন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও হুমকির মুখে পড়বে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান জানিয়েছেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।  

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published.