অভিজিৎ ঘোষ, ভূঞাপুর: ‘বাল্য বিবাহ যেখানে, প্রতিরোধ সেখানে’ শ্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে সন্তানকে বাল্যবিয়ে না দিতে শপথ করেছে অভিভাবকরা। বুধবার দুপুরে উপজেলার ফলদা কালীমন্দিরে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এই শপথ করেন তারা। এসময় অভিভাবকরা হাত তুলে সন্তানদের বাল্যবিয়ে দিবেন না বলে জানান।

ফলদা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম। এসময় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরন দত্ত, ফলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা, ফলদা ইউপি সদস্য কনক চন্দ্র ঘোষ, মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুন প্রমুখ।