ভূঞাপুরের গোবিন্দাসী হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম। বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মুজাহীদ শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানসহ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে প্রধান অতিথি জেএসসি পরীক্ষার্থীদের উদ্দ্যেশে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান।