ভূঞাপুর প্রতিনিধি: করোনা মহামারির কারণে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১ঘটিকায় স্বস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজি ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন চকদার, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুজাহিদ শাহীন, প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, অভিভাবক প্রতিনিধি মোঃ বাবলু মন্ডল, মোঃ আমিন মন্ডল, রফিকুল ইসলাম মনি, মোঃ হাসান আলী, শিক্ষক-শিক্ষিকাগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।