মামুন সরকার, ভূঞাপুর, টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদকে ভূঞাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় তার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান বদি, সভাপতি মোঃ শাহ আলম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আলীম, সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সম্পাদক আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ সায়োরার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম ভূইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক মামুন সরকার, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আল আমিন শোভন, এশিয়ান টিভির ভূঞাপুর উপজেলা প্রতিনিধি জুলিয়া পারভেজ, মোঃ আসাদুল হক, আব্দুল লতিফ তালুকদার, ফরমান সেখ, মোঃ আব্দুর রহিম মিয়া, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আরিফুজ্জামান তপু, মোঃ আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, ফুয়াদ হাসান রঞ্জু, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।