ভূঞাপুরের যমুনা নদী থেকে অবৈধ চায়না জাল জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর এলাকার যমুনা নদী থেকে মাছ ধরার ৪৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলার গোবিন্দাসী পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সোমবার (৫ মে)বিকেলে ভূঞাপুরের যমুনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পেতে রাখা নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে। এসময় অভিযান পরিচালনা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ইউনুস আলী ও এস আই কমল দে সরকার। পরে জব্দকৃত জাল পোড়ানো হয়। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন বলেন নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার বন্ধে আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবহারকারির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন