ভূঞাপুরের শাহিদা আন্তঃ ঢাকা বিভাগীয় পর্যায়ে দৌড়ে চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃ ঢাকা বিভাগীয় পর্যায়ে ১০০ ও ২০০ মিটার দৌড়সহ ৩টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুরের মোছা. শাহিদা খাতুন।

শাহিদা উপজেলার লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।তার এমন সাফল্যে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আনন্দ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে শাহিদাকে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। ররিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শাহিদার সংবর্ধনা অনুষ্ঠানে- উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার, কলেজের অধ্যক্ষ হাসান আলী, উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান আকন্দ, আশরাফুল আলম, সেলিমা আক্তার, গভর্নিং বডির সদস্য হাসান সরোয়ার লাভলু ও প্রভাষক সেলিম মাহমুদ সজীব আরো অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ হাসান আলী বলেন, শাহিদা খাতুন ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার সাফল্যটি আমাদের জন্য গৌরবের। তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আনন্দ মিছিল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.