আলমগীর তালুকদার ভূঞাপুর : টাংগাইলের ভূঞাপুরে অবৈধভাবে রাস্তায় গাড়ি থামিয়ে পার্কিং ও ধান আনলোড করাতে গাড়িসহ চালক রুহুল আমিনকে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভূঞাপুর বাজারে দুপুর ১২ টা সময় চোক্ষু হাসপাতালের উত্তর পাস থেকে আটক করা হয়।

ভূঞাপুর থানার তদন্ত অফিসার (এস আই) মুজাম্মেল হক বলেন ,সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজারে মেইন রোডে গাড়ি পার্কিন করে কোন প্রকার মালামাল লোড আনলোড করতে নিষেধ করা হরেছে। দিনের বেলায় বাজারে মেইন রোডে গাড়ি পার্কিন করে মালামাল লোড আনলোড করায় যানজট লেগে যায়। এর আগেও এই ড্রাইবার কে সতর্ক করা হয়েছিল। বাজারে মেইন রোডে গাড়ি পার্কিন করে মালামাল লোড আনলোড করায় তাকে আটক করা হয়েছে। আটক কৃত রুহুল আমিন ঘাটাইল উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।