নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জন জার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নিকরাইল বাজার অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী জানান, অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জন জাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।