নিজস্ব প্রতিবেদক:স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ টাঙ্গাইলের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম। ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি।এতে মোট রাজস্ব আয় ১ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৭৬৩ টাকা, রাজস্ব ব্যয় ১ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৮৮৩ টাকা ও ১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়। বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মো. সোহরাব আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য,শিক্ষক,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার ৩ শতাধিক মানুষ।
এটাও চেক করতে পারেন
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …