ভূঞাপুরে অলোয়া ইউপির উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে উপজেলা নির্বাচন কমিশন। জানা গেছে, অলোয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ঠিকাদার মো: নুরুল ইসলাম সরকার সম্প্রতি মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন কর্তৃক অত্র ইউনিয়নে উপ-নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচনী আইন অনুসারে অলোয়া ইউনিয়নের ৩ জন উপ- নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে গত ১৮ (সেপ্টেম্বর) উপজেলার নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দের ঘোষণা প্রার্থীদের অনুকুলে দিয়েছে। উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে আওমীলীগের মনোনীত নৌকা প্রতীকের ঠিকাদার মো: মর্ত্তুজ আলী, বিএনপি’র মনোনীত ধানের প্রতীকের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: নুরুল আমিন নান্নু ও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান মো: রহিজ উদ্দিন আকন্দ। এলাকার সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী এলাকায় নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার প্রচারণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। নির্বাচনী এলাকার বিভিন্ন পেশার ভোটার সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যার আওয়ামীলীগ নেতা মো: রহিজ উদ্দিন আকন্দের জনগণের কাছে বেশি জনপ্রিয়তা রয়েছে। মো: রহিজ উদ্দিন আকন্দ প্রতীক মটর সাইকেল জানান, আমি অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিগত সময়ে সঠিকভাবে আমার দায়িত্ব পালন করেছি। তাই আমার বিশ^াস জনগণ আমাকে আবাও নির্বাচিত করিবেন বলে আমার অঘাত বিশ^াস রয়েছে। আমি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *