নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামীলীগ নেতার ভাইসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার কুঠিবয়ড়া ও গাড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো অর্জুনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব খানের ছোট ভাই শহীদুজ্জামান খান(৩০), কুঠিবয়ড়া গ্রামের জামসেদ শেখের ছেলে সনজাব আলী(৩৫),একই গ্রামের সামুর ছেলে আজমত আলী(৩২)।

ভূঞাপুর থানার এসআই লিটন মিঞা জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার গাড়াবাড়ি ও কুঠিবয়ড়া গ্রামের মাঝখানে অভিযান চালানো হয়। ২০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এসময় জগৎপুরা গ্রামের মিজান নামে এক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন,ইয়াবাসহ আটককৃত তিন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার বিকেলে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।