আ.রশিদ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গোবিন্দাসী বাজার সমিতির সাবেক সভাপতি মো.দুলাল হোসেন চকদার বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের ১৩ টি পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন। এ সময় তিনি প্রতিটি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং হিন্দুধর্মাবলম্বীদের সার্বিক বিষয়ের খোঁজখবর নেন। পূজা মন্ডব পরিদর্শণের সময় অন্যান্যের মধ্যে তার সঙ্গে ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক সরকারসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।